স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার বড়বাজারের কাঁচামালের বাজার ও তহবাজারের আরসিসি ড্রেন নির্মান ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বড়বাজারের কাঁচা বাজারে এ কাজের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল-মামুন,জাফর ইকবাল,নুরুল আশরাফ রাজিব,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু,তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
জানা গেছে আরসিসি এই ড্রেন নির্মানের ব্যয় হচ্ছে ৩৭ লক্ষ ৩৫ হাজার ৭৩৪ টাকা ও সড়ক সংস্কার কাজের নির্মান ব্যয় ৩৪ লক্ষ ১১ হাজার টাকা ।