সিঁদ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

সিঁদ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সময় সংবাদ ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে সিঁদ কেটে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দর নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগমের স্বামী পিয়ার আলী বিদেশে থাকেন। ছেলে মেয়ের বিয়ে দেয়ার পর বাড়িতে একাই থাকতেন ওই গৃহবধূ। সকালে বসত ঘরে বিছানার ওপর তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।

গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। সিঁদ কেটে ঘরে ঢুকে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here