ফরিদপুরের পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯

ফরিদপুরের পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল মধ্যে রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের কোমরপুর এলাকায় রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ফরিদপুরগামী একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে চারজন আহত হয়। আহতদের ফরিদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ প্রিন্স পাঠানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
 

পরে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুজন মারা যায়। এরা হলেন সদর উপজেলার ডিগ্রচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের বাড়ী এলাকার রিয়াজ সেক ও পাবনা জেলার কাশিনাথপুর এলাকার আব্বাস সেক।
 

ফরিদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ প্রিন্স পাঠান বলেন, আমরা খবর পেয়ে রাতে গিয়ে উদ্ধার কাজ চালায়। পরে আহতদের উদ্ধার করে ফমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে ঠিক মতো চিকিৎসাসেবা পাওয়া যায় না বলে তিনি জানান। এক্ষেত্রে ফমেক হাসপাতালের জরুরী বিভাগের কার্যক্রম আরো সম্প্রসারনের কথা বলেন। 
 
কোতয়ালী থানার উপপরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ফমেক থেকে লাশ উদ্ধার করেছি। নিহতদের পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে ময়নাতদন্ত ছাড়াই বলে তিনি জানান।
 
অপরদিকে শুক্রবার সকালে শহরের অম্বিকাপুর বাজারে একটি অটো এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়। তার বাড়ী কুষ্টিয়া জেলায় বলে জানাগেছে।

Post Top Ad

Responsive Ads Here