ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আরশেদ আলী চৌধুরী।
অন্যান্যের মধ্যে শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন।