আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোহেল নামে এক যুবকের মুত্যু হয়েছে। এসময় তার ভগ্নিপতি মোহাম্মদ হোসেন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গড়মাটি কলোনি নামক স্থানে বনপাড়া পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের আক্কাবর আলী ব্যাপারীর ছেলে। জানা গেছে, নতুন বিয়ে হয়েছে সোহেলের। স্ত্রী অন্তসত্ত্বা। এ মাসের ২৮ তারিখে ভুমিষ্ট হবে তাদের প্রথম সন্তান। স্ত্রী-সন্তান নিয়ে একটু ভালোমতো জীবন-যাপন করতে বাড়িতে গরু পালনের সিদ্ধান্ত নেয় সোহেল। সে মতে ভগ্নিপতিকে সাথে নিয়ে পাবনা অরনকোলা হাট থেকে গরু কিনে ভটভটি যোগে ফিরছিলো তারা। কিন্তু একটি অজ্ঞাত ট্রাক ভটভটিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে গেলেও দুর্ঘটনায় মৃত্যু হয় সোহেলের। বাড়িতে গরু এলো জীবিত কিন্তু মালিক এলো লাশ হয়ে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, বনপাড়া-পাবনা মহাসড়কে গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনি নামক স্থানে কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক হতে আসা গরু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সোহেল আহমেদ (২৭) ও তার ভগ্নিপতি মোহাম্মদ হোসেন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভটভটিযোগে গরু নিয়ে ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ভটভটি ভেঙ্গে সড়কের উপর আছড়ে পড়ে এবং এতে সোহেলসহ ২জন গুরুতর আহত হয়। ঘাতক ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চলছে।