বরিশালে চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

বরিশালে চিকিৎসকদের হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার

সময় সংবাদ ডেস্ক//
শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ইন্টার্নী চিকিৎসকদের এফ এম নূর উর রাফী হোস্টেলে অভিযান চালিয়ে ৫২০ পিচ ইয়াবা ও মাদক সেবনের উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিফাত খান রন্টি নামের এক মাদক ব্যবসায়ীকে হোস্টেলের তিন তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে। আটককৃত রন্টি নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা। 

হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইন্টার্ন চিকিৎসক হোস্টেলে পরিদর্শনে যান। এ সময় বেশ কিছু অসংলগ্ন বিষয় সামনে আসলে কোতোয়ালী থানা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন কক্ষে তল্লাশী চালানো হয়। এ সময় ৩০৩ নম্বর কক্ষ থেকে বহিরাগত রিফাত খান রন্টি নামের একজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশী চালিয়ে ৫২০ পিচ ইয়াবা, মদের বোতল, ছুরি, ইয়াবা সেবনে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইন্টার্নী চিকিৎসক হোস্টেলে তার আসার কারণ এবং উদ্ধারকৃত মাদক ও হোস্টেলে ছুরি রাখার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Post Top Ad

Responsive Ads Here