ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় উলঙ্গ করে নির্যাতন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় উলঙ্গ করে নির্যাতন!

সময় সংবাদ ডেস্ক//
দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়েও রাজি না হওয়ায় শত শত মানুষ ও দুই কন্যা সন্তানের সামনে এক ব্যক্তিকে উলঙ্গ নির্যাতন করা হয়েছে। ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ডাওরী বাজারে জসিম নামে এক মোটরশ্রমিকের উপর এ নির্মম নির্যাতন চালান একাধিক মামলার আসামি হাসান। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, বছরখানেক আগে লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে বিভিন্ন মামলার আসামি হাসান, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল একম একটা কথা শোনা যায় মানুষের মুখে মুখে। তবে এমন ঘটনার কথা জানালে অস্বস্তি প্রকাশ করেন লালমোহন থানার ওসি। তিনি বলেন তাদের কোনো একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। আজ আমরা হাসানকে অন্য মামলায় আটকের পর একটি ভিডিও ভাইরাল হয়।

শোনা যায়, প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জসিমকে জনস্মুখে উলঙ্গ করে, তার দুটি শিশু সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে বিভিন্ন মামলার আসামী হাসান। উক্ত ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটি প্রকাশ করতে কেউ সাহস পায়নি । আজ একটি মামলায় উক্ত হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করলে, এলাকার একজন আমার কাছে ভিডিওটি পাঠায় এবং ঘটনার বর্ননা দেয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে কেন যেন মারছে। তখন তার ভয়ে কেউ কিছু বলে নি, মামলাও দেয়নি। আজ আমরা তাকে অন্য মামলায় আটক করলে একটি ভিডিও ভাইরাল হয়। আমরা কন্যাদের সামনে বাবাকে পিটানোর বিষয়টিও এখন সামনে আসছে তা খতিয়ে দেখবো।

Post Top Ad

Responsive Ads Here