মুজিববর্ষ উদ্যাপনের আগেই দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, October 18, 2019

মুজিববর্ষ উদ্যাপনের আগেই দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের ভাঙ্গায় “বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী পালনের আগেই ভাঙ্গাতে দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র। সারা দুনিয়ার মানুষ দেখবে ও জানবে এই অঞ্চলকে। কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদ বিন্দু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থাপিত হতে যাছে অনন্য ভৌগলিক গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র ও পর্যটন কেন্দ্র হিসাবে সমগ্র বিশ্ববাসি এখানে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়াও ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান।

উল্লেখ্য, ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া নামক স্থান থেকে সদরপুর সড়কের দিকে যেতে স্থানীয় বাইশরশী শিবসুন্দর একাডেমি সংলগ্ন নুরুল্লাগঞ্জ মুখী রাস্তা ধরে ৩ কিলোমিটার এগোলে ভাঙ্গারদিয়া গ্রাম। সেখানে প্রায় ৫ একর কৃষি জমিকে প্রাথমিক ভাবে সম্ভাব্য এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান সকল বিবেচনায় বৈশ্বিক গুরুত্ব বহনকারী এই ভূ-খন্ড টুকু দেশ ও জাতির কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠার বিষয়টি দারূন ভাবে আন্দোলিত করেছে ওই এলাকার সাধারন মানুষকে। ইতঃপূর্বে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হওয়া এসংক্রান্ত বিশেষ প্রতিবেদনটি সভাস্থলে প্রজেক্টরে প্রদর্শিত হয়।

No comments: