মুজিববর্ষ উদ্যাপনের আগেই দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

মুজিববর্ষ উদ্যাপনের আগেই দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের ভাঙ্গায় “বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী পালনের আগেই ভাঙ্গাতে দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র। সারা দুনিয়ার মানুষ দেখবে ও জানবে এই অঞ্চলকে। কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদ বিন্দু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থাপিত হতে যাছে অনন্য ভৌগলিক গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্র ও পর্যটন কেন্দ্র হিসাবে সমগ্র বিশ্ববাসি এখানে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়াও ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান।

উল্লেখ্য, ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া নামক স্থান থেকে সদরপুর সড়কের দিকে যেতে স্থানীয় বাইশরশী শিবসুন্দর একাডেমি সংলগ্ন নুরুল্লাগঞ্জ মুখী রাস্তা ধরে ৩ কিলোমিটার এগোলে ভাঙ্গারদিয়া গ্রাম। সেখানে প্রায় ৫ একর কৃষি জমিকে প্রাথমিক ভাবে সম্ভাব্য এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান সকল বিবেচনায় বৈশ্বিক গুরুত্ব বহনকারী এই ভূ-খন্ড টুকু দেশ ও জাতির কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠার বিষয়টি দারূন ভাবে আন্দোলিত করেছে ওই এলাকার সাধারন মানুষকে। ইতঃপূর্বে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হওয়া এসংক্রান্ত বিশেষ প্রতিবেদনটি সভাস্থলে প্রজেক্টরে প্রদর্শিত হয়।

Post Top Ad

Responsive Ads Here