মোহাম্মদ শামীম হোসেন, ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের বাসের হেলপার সাদ্দাম হোসেন(২০) কে হত্যা করে বাসটি ছিনতাই এর চেষ্টা করেছে দূবৃত্তর্¡রা। বৃহস্পতিবার সকালে নিউ নুপুর (ফরিদপুর-ব-১১-০০৮৮) পরিবহনের বাসটি ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ। এসময় বাসের ভেতরে থাকা বাসের হেলপার সাদ্দাম হোসেনের হাত পা ও মাথা বাধা লাশ উদ্ধার করা হয়। সে মধুখালি থানার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি খবর দিলে বাসের ভিতর থেকে হেলপার সাদ্দামের লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন ফরিদপুর থেকে বেনাপোল রোডে চলাচলকারি পরিবহনটি বুধবার রাতে ফরিদপুর বাসষ্ট্যান্ড থেকে ছিনতাই করে চক্রটি। ফরিদপুর থেকে চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে বাসটির চালক ভুল করে নির্মানাধীন এলকায় প্রবেশ করে ফেলে। সেখান থেকে বাসটি ঘোড়ানের কোন ব্যবস্থা না থাকায় বাসটি ফেলেই ছিনতাইকারি চক্রটি পালিয়ে যায়। গত দুই দিন আগে হেলপার হিসাবে সাদ্দাম কাজে যোগ দিয়েছিল বলে তিনি জানান।
এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে একই সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।