নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে গৌরীপুরে তিন ব্যবসায়ীকে জেল-জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২১, ২০১৯

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে গৌরীপুরে তিন ব্যবসায়ীকে জেল-জরিমানা

সময় সংবাদ ডেস্ক//
নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ব্যবসায়ী রিপন সাহা (৩৫), আবদুস সাত্তারকে পাঁচ দিনের জেল ও মুক্তার হোসেন (৪০) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিম উপজেলার শ্যামগঞ্জ বাজারে ও পৌর শহরে মধ্য বাজারে অভিযান চালিয়ে উল্লিখিত তিন ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনে জেল জরিমানা করেন।

পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- প্রাপ্তরা হলেন, শ্যামগঞ্জ বাজারের সুনীল সাহার ছেলে রিপন সাহা, গৌরীপুর পৌর শহরে মধ্য বাজারের ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে আবদুস সাত্তার এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয় শ্যামগঞ্জ বাজারের আাবুল হোসেনের ছেলে মুক্তার হোসেনকে।

ইউএনও ফারহানা করিম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লিখিত ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে আসছিলেন। অভিযানকালে তাদের দোকান থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here