রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯

রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার

সময় সংবাদ ডেস্ক//
বহুল আলোচিত ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের বাবা।

বৃহস্পতিবার আদালতের রায় শুনে নুসরাতের বাবা বলেছেন, এই রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত যেন রায় বাস্তবায়ন করা হয়। এছাড়া আসামি পক্ষ যদি হাইকোর্টে আপিল করে তারপরেও যেন এই রায় বহাল থাকে।

এছাড়া রায় ঘোষণার পরই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

একইসঙ্গে এই জঘন্য ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজর রাখায় তাকে ধন্যবাদ জানান নুসরাতের ভাই।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নোমান বলেন, ‘আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তিনি শুরু থেকে এদিকে নজর না দিলে রায় এত দ্রুত হতো না। আমরা দেখা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি তিনি সেই সুযোগ দেবেন।’

নুসরাতের ভাই বলেন, ‘আমরা আশা করি প্রধানমন্ত্রী সবসময় আমাদের পাশে থাকবেন।

রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নোমান বলেন, আমরা আশা করি রায় কার্যকর হওয়া পর্যন্ত আমাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করবেন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসির আদেশ দেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here