আজিজ মোহাম্মদ ভাই’র বাসায় অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

আজিজ মোহাম্মদ ভাই’র বাসায় অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

ডেস্ক খবর/সময়//

আলোচিত-সমালোচিত চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই’র বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে তার বাসায় এ অভিযান শুরু হয়।  

অভিযানে আজিজ মোহাম্মদ ভাই’র গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসা থেকে সিসা, বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা এবং ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম।এসময় আজিজ মোহাম্মদ ভাই বাসায় ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আবস্থান করছেন।

খুরশিদ আলম বলেন, এরইমধ্যে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও তার বাসা থেকে ক্যাসিনোর সরঞ্জামাদি, বিপুল পরিমাণ মদ ও সীসার উপকরণ পাওয়া গেছে।

আজিজ মোহাম্মদ ভাইর একই ঠিকানার দুইটি বাড়িতেই অভিযান চালানো হচ্ছে।অভিযানে বাসার দুই কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, গুলশান ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাসাটি আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে। তবে বাসাটির দেখাশোনা করতেন তার ভাই ও বোন। ভবনের চার নম্বর ফ্লোরে এই ফ্ল্যাটটি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখানে আমরা বিপুল পরিমাণে বিদেশি মদ, সীসার উপকরণ ও ক্যাসিনো সরঞ্জামাদি জব্দ করেছি। এছাড়াও নবীন ও পারভেজ নামে বাসার দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

উল্লেখ্য, আজিজ মোহাম্মদ ভাই একজন বাংলাদেশী ব্যবসায়ী।  তিনি হত্যা ও মাদক পাচারসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ৫০টির মত চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। ১৯৪৭ এ দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভুত। তারা ‘বাহাইয়ান’ সম্প্রদায়ের লোক। ‘বাহাইয়ান’ কে সংক্ষেপে ‘বাহাই’ বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই ‘বাহাই’ পরবর্তীতে ‘ভাই’ হয়ে যায়।১৯৬২ সালে আজিজ মোহম্মদ ভাইয়ের জন্ম হয় ঢাকার আরমানিটোলায়।

১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে  হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ। কিন্তু সেটাকে আতœহত্যা বলেই প্রচার করা হয়। যদিও সালমান শাহ এর পরিবার ও তার ভক্তদের ধারণা এটা হত্যাকান্ড। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। তার আছে ৩ ছেলে ও ২ মেয়ে।

Post Top Ad

Responsive Ads Here