ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের রাজবাড়ী গোয়ালন্দ থেকে চাঞ্চল্যকর আবু ডাক্তার হত্যা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম মন্ডলকে আটক করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার দুপরের দিকে গোয়ালন্দের উজানচর প্রাথমিক বিদ্যালয়ের নিকট থেকে তাকে আটক করা হয়।
র্যাবের সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোয়ালন্দ থানা সূত্রে জানতে পারি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম স্যাটেলাইট স্কুল মাঠে দুই গ্রæপের সংঘর্ষের জের ধরে রেজাঊল করিম ওরফে আবু ডাক্তার নিহত হয়েছে এবং আরো অন্তত ১০/১২ জন গুরুত্বর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ সংবাদ পাওয়ার পর হতেই ফরিদপুর র্যাব ক্যাম্প এই ঘটনায় জড়িত আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য তৎপর হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়ালন্দঘাট থানার উজানচর প্রাথমিক বিদ্যালয়ের নিকট থেকে অত্র ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন মোঃ নজরুল ইসলাম মন্ডল(৪৫), পিতা- মৃত জালাল মন্ডল, সাং- ০১ নং জুড়ান মোল্লার পাড়া (পৌর ০৫ নং ওয়ার্ড), থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর র্যাব ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পিতা মোঃ মোবারক মোল্যা গতকাল মঙ্গলবার বিকালে মোঃ নজরুল ইসলাম মন্ডলকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করলে ফরিদপুর র্যাব ক্যাম্প তাকে বিকালে উক্ত মামলার আসামী হিসেবে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম স্যাটেলাইট স্কুল মাঠে দুই গ্রæপের সংঘর্ষের জের ধরে রেজাঊল করিম ওরফে আবু ডাক্তার নিহত হয়। এঘটনায় আরো অন্তত ১০/১২ জন গুরুত্বর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।