নিজ বাড়ীতে উঠান বৈঠক করেছেন জালাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

নিজ বাড়ীতে উঠান বৈঠক করেছেন জালাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল

সময় সংবাদ ডেস্ক//
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: নিজ বাড়ীতে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করেছেন জালাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল।

শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের আশীদ্রোন গ্রামের বাড়ীতে সোমবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে তিনি বলেন, নিজে জন্মস্থানের মানুষকে ভালোবাসি বলে বারবার চলে আসি এলাকাতে। তাই নিজের জন্মস্থানে বাড়ি বানিয়েছি। বাড়ীর নাম করন করেছি আমার পিতা জালাল মঞ্জিল নামে।
এই বাড়ী আমার নয়, আপনাদের, সেই বাড়ীতে আমি আপনারদের জন্য বিনোদন কেন্দ্র তৈরি  করে দিব। এলাকার সকল শ্রেনীপেশার মানুষের জন্য উন্মুক্ত  থাকবে এবং এলাকার যুবকরা এসে এই বাড়ীতে ক্যারেমবোর্ড খেলতে পারে আমি সে ব্যবস্থা করে দিব।

এসময় অতিথি হিসেবে ছিলেন, কবি ও গীতিকার মমতাজ জালাল, আশীদ্রোন ইউ'পি সদস্য  আব্দুল আহাদ, আশীদ্রোন ইউ'পি যুবলীগের আহবায়ক কমিটির আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি ফজল মিয়া, মো. নুরুল ইসলাম মোবাসির, হাজী আব্দুল খালিক প্রমুখ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, অজুদ মিয়া, সেলিম মিয়া সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post Top Ad

Responsive Ads Here