নাটোরে মৃত্যুর ৪মাস পর আওমীলীগ নেতার কবর থেকে লাশ উত্তোলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

নাটোরে মৃত্যুর ৪মাস পর আওমীলীগ নেতার কবর থেকে লাশ উত্তোলন

আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মৃত্যুর চার মাস পর আদালতের নির্দেশে শেখ ইয়াকুব আলী হিরার নামে এক আওয়ামীলীগ নেতার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোর্তজা খান এবং বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক আহসান হাবীবের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, গত ১৭জুন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইয়াকুব আলী হীরা হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। কিন্তু ইয়াকুব আলী হীরার মেয়ে ইষিতা ইয়াসমিন তার পিতাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে গত ২৯ আগস্ট আদালতে তার সৎ মা মৌটুসী আক্তার মুক্তা সহ ৪জনের নামে হত্যা মামলা দায়ের করেন।মামলার অন্য আসামীরা হচ্ছে রেজাউল করিম (৬০), আঞ্জুমান (৫০) এবং মোঃ রকি (২৮)।

এরপর আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Post Top Ad

Responsive Ads Here