নারায়ণগঞ্জের লজ্জা ঢাকলেন শামীম ওসমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

নারায়ণগঞ্জের লজ্জা ঢাকলেন শামীম ওসমান



news desk-//

দীর্ঘ ৮ কিলোমিটারের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি নারায়ণগঞ্জবাসির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা এই সড়ক দিয়েই প্রতিদিন রাজধানীতে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। তেমনি ঢাকা থেকেও নারায়ণগঞ্জমুখি ভিভিআইপি ব্যক্তিরা এই পথটিকেই বেছে নেন। বিশেষ করে অল্প সময়ে নির্জঝঞ্জাট যাতায়াতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জুড়ি নেই। 

কিন্তু এই রোডের জালকুড়ি এলাকায় রাস্তার পাশে প্রায় আধা কিলোমিটার সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকের মধ্যেই প্রশ্নের উদ্রেক হয়েছে কেন এই কাপড়। গাড়িতে যেতে যেতে অনেকেই নাকে কাপড় দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছেন। 

যাত্রীরা বলাবলি করেছেন এখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্রতিদিন টনে টনে ময়লা ফেলে পরিবেশ বিপর্যস্ত করে তুলেছে। এটাতো নারায়ণগঞ্জবাসীর জন্য লজ্জাজনক। সেই লজ্জা ঢাকতেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান লিংক রোডের প্রায় আধা কিলোমিটার এলাকা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। 

জানা গেছে, এই রোড দিয়ে শুক্রবার ছুটির দিনে নারায়ণগঞ্জে ছুটে এসেছিলেন আমেরিকার পাঁচজন সিনেট সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। উদ্দেশ্য নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্পের উন্নয়ন পর্যবেক্ষণসহ একটি মতবিনিময় সভায় যোগ দেওয়া। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এসে মার্কিন সিনেটররা যেন ময়লার ভাগাড় দেখে বিব্রত বোধ না করেন, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসী সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করেন সেটা রোধ করতেই শামীম ওসমান সাদা কাপড় দিয়ে ময়লার অংশটুকু ঢেকে দিয়েছিলেন। তাতে দুর্গন্ধ রোধ করতে না পারলেও নারায়ণগঞ্জবাসীর লজ্জা হয়তো কিছুটা ঢেকে দিতে পেরেছেন। 

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে সিনেটরদের মধ্যে ছিলেন- লুইস আর সেপুল ভেদা, জেমস স্কৌফিস, জন সি লিউ, কেভিন এস পার্কার এবং লেরয় কমরি। এবারই প্রথমবারের মতো তারা বাংলদেশে পরিদর্শনে এসেছেন। নারায়ণগঞ্জে এসে জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স, মাদক নিয়ন্ত্রণ এবং দূর্নীতি রোধে দেশের চলমান শুদ্ধি অভিযানের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ সিনেটরের প্রতিনিধি দল। 

Post Top Ad

Responsive Ads Here