এক ঘন্টা পেছালো ঘড়ির কাঁটা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

এক ঘন্টা পেছালো ঘড়ির কাঁটা

সময় সংবাদ ডেস্ক//
ইতালি, অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে ২৭ অক্টোবর রোববার থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। সাধারণত বছরে দু'বার এ সিদ্ধান্ত নেওয়া হয়। দিবালোক সঞ্চয়ের করতেই এ পরিবর্তন বলে জানা গেছে।

ইউরোপে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয় এই টাইম। এর আগে ৩১ মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।

জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়। অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক আহমেদ ফিরোজ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অস্ট্রিয়া সহ সারা ইউরোপের সময়সূচী বদলে যাবে আজ রাত থেকে। ২৭ শে অক্টোবর ২০১৯ রবিবার থেকে ইউরোপের সময়সূচী বদলে ১ ঘন্টা কমে শীতকালীন সময়সূচী শুরু হবে ।

ঘড়ির কাঁটা ১ ঘন্টা কমে যাবে । রাত ৩ টায় বাজবে রাত ২ টা। বাংলাদেশের সাথে এখন সময়ের ব্যাবধান হবে ৫ ঘন্টা। আমাদের এখানে যখন দুপুর ১২ টা, বাংলাদেশে হবে তখন হবে বিকাল ৫ টা।

Post Top Ad

Responsive Ads Here