চাটমোহরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ধর্ষকের স্বীকারোক্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

চাটমোহরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ধর্ষকের স্বীকারোক্তি

সময় সংবাদ ডেস্ক//
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতের অভিযোগে গ্রেফতার আরিফ হোসেন (২২) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালতে হাজির করলে ধর্ষক আরিফ স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) রাতে মথুরাপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দশম শ্রেণীতে পড়-য়া ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আরিফসহ আরও দু’জন ওই স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে পাশেই সুমন হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণ শেষে অভিযুক্তরা ওই ছাত্রীকে আবার তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি খুলে বলে। পরে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ভূক্তভোগী ওই স্কুল ছাত্রীর বাবা আরিফসহ তিনজনকে অভিযুক্ত করে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আরিফকে আটকের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ‘ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধৃত আরিফ আদালতে বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। অপর দু’জন আসামীকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত করেছে।’

Post Top Ad

Responsive Ads Here