বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ওও (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের আওতায় সিআইজি সদস্যদের মাঝে সোমবার (৩০.১২.১৯) ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপপ্রকল্প সমূহের ৭০% অর্থ এনএটিপি-২ প্রকল্প হতে এবং অবশিষ্ট ৩০% অর্থ সিআইজি সদস্যগণ তাদের সঞ্চয় থেকে সরবরাহ করেন। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফরিদপুর ডিএই, উপপরিচালক, কার্তিক চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সিআইজি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ৪টি সিআইজি কৃষকদের মাঝে উপ-প্রকল্প অনুযায়ী পাওয়ার টিলার, ট্রলি, রিপার এবং এলএলপি বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here