মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার: শিল্পমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার: শিল্পমন্ত্রী

সময় সংবাদ ডেস্ক//
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ  দেয়ার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোন শিক্ষার্থীর লেখা পড়ায় বিঘ্ন না ঘটে, সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। 

রবিবার নরসিংদীর একটি পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে এক বিশাল শিক্ষক মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান আকন্দ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সূর্যকান্ত দাস, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আহ্বায়ক মোঃ নূর হোসেন ভূঞা, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন নাজির প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here