ইভিএমে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

ইভিএমে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি




সময় সংবাদ ডেস্ক//
সামনের ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ইভিএমের ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী জানান, ইভিএমে কোনো সমস্যা হলে সাথে সাথে ভোট বন্ধ হয়ে যাবে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। যাতে প্রার্থীরা সন্তুষ্ট থাকতে পারে, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে। শাহাদাত হোসেন বলেন, ইভিএমে প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দু’জন করে সেনা সদস্য থাকবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। ইভিএমে ভোটে অস্বচ্ছতার কিছু নাই।

Post Top Ad

Responsive Ads Here