সময় সংবাদ ডেস্ক//
কুমিল্লার তিতাস সর্বদাই নানাহ ঘটনা নিয়ে যতটা আলোচিত তারচেয়ে বেশি সমালোচিত। এবার এমনই এক কর্মকান্ডে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সুশিল সমাজে। যৌতুক লোভি স্বামীকে ডিভোর্স দিয়েও নিস্তার হতে পারেনী গৃহবধূ মোসাঃ নার্গিস আক্তার (৩৫)।
বাড়ি থেকে হাসপাতালে আসার পথে পূর্বের স্বামী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে কামড় দিয়ে নিচের ঠোঁট কেটে নেয়। লোমহর্ষক এ ঘটনাটি ঘটে তিতাসের সদর কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি গ্রামে। মোসাঃ নার্গিস আক্তার, ওই গ্রামের মোঃ মোশারফ হোসেনের একমাত্র মেয়ে।
অভিযোগে জানা যায়, ২০১৭ পরকিয়ার ফাঁদে পড়ে হোমনার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণ পুরের মৃত আলী মিস্ত্রির ছেলে সিএনজি চালক মোঃ আমির হোসেন (৩৭) সাথে সামাজিকভাবেই ১০লাখ টাকা দেনমোহরে বিবাহ হয় নার্গিস আক্তারের। কিন্তু বিবাহের পর দাম্পত্য জীবনে শুরু হয় বিপর্যয়। যৌতুকের জন্য শুরু হয় একের পর এক অমানুষিক নির্যাতন।
এরপর আমির হোসেনকে ডিভোর্স দিয়ে নার্গিস আক্তার বাপের বাড়িতেই বসবাস করতে থাকে। এরপর গত ১৮ ডিসেম্বর সকালে নার্গিস আক্তার বাড়ি থেকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে নরপিচাশ ওই আমির হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন মিলে জোর করে তুলে নিতে চায়। পরে জমির আড়ালে ফেলে সকলে ধর্ষণের চেষ্টা করে এবং একপর্যায়ে মুখে কামড় দিয়ে নিচের ঠোঁট কেটে নেয়। এসময় তার শোরচিৎকারে আশেপাশের লোকজন চলে আসে এবং অপরাধীরা দৌড়ে পালিয়ে যায়।
সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯
Home
কুমিল্লা
ধর্ষণ
বাংলাদেশ
সময় সংবাদ
bangladesh
breaking news
top news
কুমিল্লায় গৃহবধুকে কামড়ে ঠোঁট কে’টে নিলো সাবেক স্বামী
কুমিল্লায় গৃহবধুকে কামড়ে ঠোঁট কে’টে নিলো সাবেক স্বামী
Tags
# কুমিল্লা
# ধর্ষণ
# বাংলাদেশ
# সময় সংবাদ
# bangladesh
# breaking news
# top news
.png)
About সময় সংবাদ
top news
লেবেলসমূহ:
কুমিল্লা,
ধর্ষণ,
বাংলাদেশ,
সময় সংবাদ,
bangladesh,
breaking news,
top news
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc