সময় সংবাদ ডেস্ক//
ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। সহকারী প্রক্টর বদরুজ্জামান, সীমা ইসলাম ও মাহবুব লিটু স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি গ্রহণের পর এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি। তবে ছাত্রদের সাথে আলোচনা করে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ শেষে উপাচার্যের কার্যালয়ে যান সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।
মিছিলটি রাজু ভাস্কর্য থেকে মধুর ক্যান্টিন ও বাণিজ্য অনুষদ হয়ে উপাচার্যের কার্যালয়ে এসে শেষ হয়। সেসময় সাংবাদিকের সামনে লিখিত বক্তব্য তুলে ধরছে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের নেতারা। সমাবেশে ছাত্র ঐক্যের নেতারা বলেন, ৯ তারিখ পর্যন্ত আল্টিমেটাম থাকবে। যদি আমাদের দাবি পূরণ না করা হয়, তারপর বৃহত্তর ছাত্র আন্দোলন করে দাবি আদায় করা হবে।