মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি //
নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটি জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ সম্মাননা পেতে যাচ্ছেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়রম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
বুধবার সকালে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, ব্যাক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি, জেলা-উপজেলা, থানা, সিটির কর্পোরেশন বিভাগের পদক বাছাই কমিটির এক সভায় শহিদুজ্জামান মহসিন রোমানকে এ পদে নির্বাচিত করা হয়।
২০১৯ সালে রাঙমাটি জেলাতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২জন শিক্ষাক, চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন জনকে জাতীয় শিক্ষা পদক প্রদান করা হবে। খুব সল্প সময়ের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ আনুষ্ঠানিক ভাবে তুলে দেবেন চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা পরিচালক।
চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালকের কার্যালয়ের এক প্রেরিত ঠিটির পেয়ে বিষয়টি নিশ্চিত করেন শহিদুজ্জামান মহসিন রোমান।
চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, এই সম্মাননা স্মারক শিক্ষাক্ষেত্রে আমাকে কাজ করার অণুপ্রেরণা যোগাবে। আমি সব সময় চেষ্টা করি এলাকার শিক্ষার মান যাতে আরো উন্নত করা যায়। ছেলে-মেয়েরা শিক্ষিত হলেই ভাল একটি সমাজ গড়ে উঠে।
তিনি আরো বলেন, আমি রাঙামাটি সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার সময়কালে ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বিক উন্নয়নে সহায়তা করেছি।
বাছাই বোর্ড আমাকে এ পদে মনোনীত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
#