নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবেএন্টিবায়োটিক উৎপাদন করায় জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবেএন্টিবায়োটিক উৎপাদন করায় জরিমানা


আবু মুসা ,নাটোরঃ  নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে এন্টিবায়োটিক উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার দুপুরে বাহিমালী বাজারে রুট বাংলাদেশ এগ্রোভেট প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআনোয়ার পারভেজ।

সেখানে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অবৈধভাবে পশুখাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক উৎপাদন করার অপরাধে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ম্যানেজার শফিকুল ইসলাম বনপাড়া দিয়ারপাড়ার আব্দুল মালেকের ছেলে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.উজ্জল কুমার কুন্ডু।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বলেন -এই প্রতিষ্ঠানে পশুখাদ্য প্রক্রিয়াজাত করনের অনুমোদন আছে কিন্তু এন্টিবায়োটিক উৎপাদনের কোন অনুমতি নাই।এজন্য প্রাথমিকভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে।পরে পশুখাদ্য এন্টিবায়োটিক উৎপাদন না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here