ফরিদপুরে ই-নামজারি বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ এর উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০৩, ২০২০

ফরিদপুরে ই-নামজারি বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ এর উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

 

ফরিদপুর প্রতিনিধি :                                                                 

জমি গ্রহীতাদের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় দিনব্যাপী ই-নামজারি বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছ।  

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।  

পরে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।  

বক্তব্য রাখেতে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি দপ্তর তাদের সেবাসমূহকে অধিকতর সেবামুখী, জনবান্ধব, সহজ ও কার্যকরী করার লক্ষ্যে প্রথাগত বর্তমান সেবাপদ্ধতি থেকে ই-সেবাতে  রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ই-সেবাতে রূপান্তরের জন্য নকশা, বাজেট ও প্রকিউরমেন্ট বাস্তবায়ন বিষয়ক পরিকল্পনাটি তৈরি করে এখন বাস্তবায়ন করা হবে মাঠ পর্যায়ে।

কর্মশালায় ই-নামজারি বিষয়ক  প্রশিক্ষণ পরিচালনা করেন বিজনেস অটোমেশন অফিসার মোঃ পারভেজ হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, সেটেলমেন্ট অফিসার আ. কাদের, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ। কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুরের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও নামজারি কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।  

পরে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা, এস এ শাখা, পৌর ভুমি অফিস, ঝিলটুলি সরকারি প্রথমিক বিদ্যালয়, জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজ ও ফরিদপুর জেলা পরিষদের অডিটোরিয়াম পরিদর্শন করেন।#



Post Top Ad

Responsive Ads Here