ফরিদপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে এক যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০৩, ২০২০

ফরিদপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে এক যুবকের মৃত্যু

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ফরিদপুরের আকাশে মঙ্গলবার ভোর ৫টা থেকেই মেঘের মৃদ গর্জন শুরু হয়ে পরে শিলাবৃষ্টি হিসেবে ঝড়ে পড়ে। এদিকে আজ সকালে বজ্রপাতে সদরপুর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে।
ভোরের আলো ফুটতে না ফুটতেই হঠাৎ করেই শুরু হয় দমকা বাতাস। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। শুরু হয় বজ্রপাত। কিছুক্ষণের মধ্যেই বাতাসের সঙ্গে বৃষ্টি ও শিল পড়তে শুরু হয়। এতে কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা এবং ফসলের ক্ষেতে শিলার স্তুপ জমে যায়।
এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে উপজেলার রবি শস্যের ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত ছাড়াও পেয়াজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে জেলা জুড়ে। এছাড়া আম ও লিচুর মুকুলের বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
অপরদিকে ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম রুহুল আমিন সরদার ওরফে রোমান সরদার। সে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের বদর উদ্দিনের পুত্র। রোমান কৃষিকাজ করতেন। গতকাল সকালে ফসলি ক্ষেতের কাজে ঘর থেকে বাড়ির উঠানে বের হলে বজ্রপাতে মারা যায়।

Post Top Ad

Responsive Ads Here