রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় রামনাবাদ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার বেড় জাল আটক করা হয়েছে। মঙ্গলবার দিনভর সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জদ্ধ করে পায়রা বন্দর নৌ-পুলিশ ও কলাপাড়া মৎস্য অফিস। পরে রাত সাড়ে সাতটার দিকে কলাপাড়া হেলিপ্যাড এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে এরপর হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।