মেহেরপুরে ভোটার দিবস,প্রস্তুতি সভা,সেমিনার,স্মরন সভা ইত্যাদী সম্পন্ন।বিস্তারিত.... - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৪, ২০২০

মেহেরপুরে ভোটার দিবস,প্রস্তুতি সভা,সেমিনার,স্মরন সভা ইত্যাদী সম্পন্ন।বিস্তারিত....



মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব এই” শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক আতাউল গণির নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন। 

মেহেরপুরে গণহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 


মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি’র সভাপতিত্বে প্রস্ততিমূলক সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম , পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, ভাষাসৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ। প্রস্ততিমূলক সভায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার 

মেহেরপুর এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে এবং মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক খায়রুল ইসলাম,সরকারি মহিলা কলেজের প্রভাষক রেজাউদ্দিন,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমআরা হীরা,নারী উদ্যোক্তা মাহফুজা খাতুন, প্রমুখ।

মেহেরপুরে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


প্রথম বছরেই প্রমান করেছে বস্তনিষ্ঠ ও তথ্য ভিত্তিক পত্রিকা দৈনিক সময়ের আলো। সময়ের আলো দেশের উন্নয়ন, সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং সাধারণ মানুষের কথা বলে। আমি সময়ের আলোর সফলতা কামনা করি। মেহেরপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আতাউল গনি এ কথা বলেন। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষন কর্মকর্তা আনিসুর রহমান, মেহেরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আলামিন হোসেন,সাবেক সাধারণ সম্পাদক রফিক-উল আলম, গাংনী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসক আতাউল গনি ও সময়ের আলো মেহেরপুর প্রতিনিধি তৌহিদ-উদ দৌলা কেক কাটেন।

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন স্যারের স্মরণ সভা অনুষ্ঠিত 

মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,  বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াবিদ সদ্য প্রয়াত আব্দুল মতিন স্যারের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা রাতে মেহেরপুর শহরের ড.শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ মিনারে অরণি থিয়েটার স্মরণ সভার আয়োজন করে। অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর শহর আওয়ামীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ। অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরর সঞ্চলনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন জেলা সুজনের সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মফিজুর রহমান মফিজ, সংগঠক শামীম ইয়াসিন, হুসাইন মোহাম্মদ হাবিব প্রমুখ। এরআগে আব্দুল মতিন স্যারের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষক,ক্রীড়াবিদ আব্দুল মতিন স্যারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মেহেরপুরে রান এসকেএফ ডিজিটাল নেটের উদ্বোধন 

মেহেরপুরে রান এসকেএফ ডিজিটাল নেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের ঘাটপাড়া এলাকায় রান এসকেএফ ডিজিটাল এর উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রান এসকেএফ ডিজিটাল এর উদ্বোধন ঘোষণা করেন। পরিচালক ফাইলউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা সহ-সভাপতি জানে আলম, যুগ্ম-সম্পাদক শাফিউর রহমান সুরুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন,প্রতিষ্ঠানের এর মূল প্রশিক্ষক রেজাউল করিম,ব্যবস্থাপক রাশেদুল ইসলাম প্রমুখ।

মেহেরপুরে এসএমই পণ্য মেলায় আলমডাঙ্গার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 

এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে এসএমই পণ্য মেলার পঞ্চম দিনে আলমডাঙ্গার কলা কেন্দ্রের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কলা কেন্দ্রের শিল্পী রজনী, অর্পিতা, তমা,কণা, ঋতু, সিনথিয়া, এমা, লামিয়া, জ্যোতি, মনিকা, জয়া, রিয়া, ডালিয়া সূচি প্রমুখ নৃত্য সঙ্গীত এবং অভিনয় পরিশেন করে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রেবা রানী সাহা সহ বিপুল পরিমান দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

মেহের আমজাদ # মেহেরপুর 



Post Top Ad

Responsive Ads Here