ফরিদপুরের মধুখালীর বকশিপুর গ্রাম লকডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরের মধুখালীর বকশিপুর গ্রাম লকডাউন

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামের বাসিন্দা অরুন চন্দ্র(৭০) নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত ছিলেন। গত শনিবার পাশ্ববর্তী জেলা রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় নভেল করোনা ভাইরাসে ৫জন পজেটিভ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেন। সেই ৫ জনের নামের তালিকার একজন অরুন চন্দ্র। তিনি তার মেয়ে বাড়ি রাজবাড়ি জেলা সদরের কোলারহাট গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি এখনো সেখানেই রয়েছেন। 


এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা বলেন, বকশিপুর গ্রামের বাসিন্দা হলেও তিনি ঢাকায় তার ছেলের সাথে বসবাস করেন। তিনি মাত্র ৩/৪ দিন বাড়িতে ছিলেন কিন্তু এখানে থাকাকালিন তার মধ্যে করোনা ভাইরাসের কোন লক্ষন দেখা যায়নি। তবে এখন তার মধ্যে এই ভাইরাস দেখা দিয়েছে এই জন্য উপজেলা প্রশাসন ও আমরা উভয় মিলে রবিবার শুধু মাত্র তার গ্রামসহ ৫০ টি পরিবারকে লকডাউন ঘোষনা করেছি।

Post Top Ad

Responsive Ads Here