বিয়ে করতে গিয়ে লাশ হলেন ১১ মামলার আসামি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

বিয়ে করতে গিয়ে লাশ হলেন ১১ মামলার আসামি

নোয়াখালী ডেস্কঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বিয়েবাড়িতে বরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মো. মাহফুজুর রহমান ওই উপজেলার হাজিপুর ইউপির মো. সেরাজ মিয়ার ছেলে। তিনি সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সুমন বাহিনীর সঙ্গে সম্রাট বাহিনীর বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে কুতুবপুর এলাকায় বিয়ে করতে যান মাহফুজ। এর কিছুক্ষণ পর সম্রাট বাহিনীর ১৪-১৫ জন বিয়েবাড়িতে হামলা চালায়। এ সময় তারা মাহফুজকে এলোপাতাড়ি কুপিয়ে কয়েকটি গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাপসাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here