ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর পর কুমিল্লার বুড়িংয়ে ছেলের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে ওই উপজলার জিয়াপুরে ওই ব্যক্তির দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেন ইউএনও মো. ইমরুল হাসান।
ইউএনও জানান, রোববার রাতে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান ওই ব্যক্তির মা। আইইডিসিআর-এর পরীক্ষায় ধরা পরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। সোমবার পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি আসেন ওই ব্যক্তি। খবর পেয়ে তার গ্রামের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, ঢাকা থেকে আসা ওই ব্যক্তির পরিবারের পাঁচ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরর-এ পাঠানো হয়েছে। বুধবার তার ভাইয়ের পরিবারের সদস্যদের নমুনা নেয়া হবে।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, দুটি পরিবারের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। যতদিন তারা লকডাউনে থাকবেন ততদিন প্রশাসন সব ধরনের সহায়তা দেবে।