শাটারে ২ বার টোকা দিলেই ভেতর থেকে আসছে গায়েবী আওয়াজ ‘কি লাগবে ভাই?’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

শাটারে ২ বার টোকা দিলেই ভেতর থেকে আসছে গায়েবী আওয়াজ ‘কি লাগবে ভাই?’


সময় অনলাইন:
এরকম একটি ঘটনার বর্ণনা দিয়েছেন ময়মনসিংহ এর আক্কাছ আলী তিনি বলেন ‘ ভাই এহনো আমার শইল্যের লুম খাড়া হয়ে আছে। হাত দিয়ে দেহুইন’  বলে তিনি আমাদের দিকে তার লোমশ হাত খানা বাড়িয়ে দেন

আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তার কাছে তিন মিটার দূরে সরে আসি। তিনি ঘটনার বর্ননা করতে গিয়ে বলেন, ভাই এক তাজ্জব ঘটনা। আমি আমার ছেরার লাইগা দোহানে গেসি দুধ কিনতে। গিয়া দেহি দোহানে তালমারা। আমি রাগে দোহানের সাডারে ঘুষি মারসি এমন সময় হুনি গায়েবী আওয়াজ। কে জানি ভেতর থেকে ডাকতাসে।আমি তো ডরে শ্যাষ। কইলজাত পানি নাই। দিমু দৌড় এমন শুমই দেহি কেডা জানি কয়তাসে ‘ভাই আস্তে ধাক্কতাইরুন না। খাড়ান খুলতাসি। পরে দোহানের এক শাডার খুলে আমারে জিগাইতাসে কি লাগবো আমার? ‘

বুঝুনইন অবস্থা! আমি কি কিনুম জিনিস পাতি ডরে পারলে কাপড়েই মুইত্তা দিই। তবুও কোনমতে ছেড়ার দুধ কিইন্না কোন মতে ঘরে ফেরত আইসি।

গত ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দোকান ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তবে যেসব দোকানে ওষুধ ও খাবারসামগ্রী বিক্রি হয় এমন কোনো বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন।
জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণিবিতান বা শপিংমলগুলোতে (বসুন্ধরা, যমুনা, নিউমার্কেট, চাঁদনিচক, মৌচাক, কর্ণফুলী টাইপের শপিংমল) কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চায় না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এরপরে ও নিয়ম নীতির তুয়াক্কা না করেই কিছু কিছু ব্যাবসায়ী দোকান পাট খোলা রাখছেন। এদিকে দেশের কিছু কিছু জায়গায় ঘটেছে সব ভুতুড়ে ঘটনা।বন্ধ দোকানের শাটারে ২ বার টোকা দিলেই ভেতর থেকে আসছে গায়েবী আওয়াজ ‘কি লাগবে ভাই?’ বলে দোকান থেকে জলজ্যান্ত মানুষ বেরিয়ে আসছে।

আক্কাছ আলীর মতোন এরকম আরো দেশের নানান জায়গা থেকে এমন অভিযোগ আসছে। তবে গায়েবী আওয়াজের ব্যাপারে এখনো মুখ খুলতে রাজী হচ্ছেন না দেশের ইউটিউব   হুযূরবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here