নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশায় ৪৮ বছর বয়সী এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে উঠেছে চালক ও সহযোগীর বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা হলে রোববার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ওই ওয়ার্ডের আনিসুল হকের ছেলে আবুল কালাম আজাদ ওরফে রাজীব ও একই ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান ওরফে রুবেল।
ভুক্তভোগী জানান, রোববার বিকেলে চরকাঁকড়া ইউপির টেকের বাজার এলাকা থেকে অটোরিকশায় বসুরহাট আসছিলেন তিনি। পথে চালক ও এক সহযোগী তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে তিনি চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করেন ওই ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে অটোচালক ও সহযোগীকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
সময়/দেশ/রাজ