নরসিংদীতে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ১৬ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

নরসিংদীতে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ১৬ জন


নরসিংদীতে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা, ছয় কর্মচারী ও এক সাংবাদিকসহ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন।

করোনার উপসর্গ দেখা দেয়ায় রোববার ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে সোমবার নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়।

নরসিংদী করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও এডিসি ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন ও ঢাকায় দুইজনসহ মোট পাঁচজন শনাক্ত হয়। তবে সোমবার নতুন ২৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। 

নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন জানান, আমাদের অফিসের একজন কর্মকর্তা এবং ছয়জন কর্মচারী আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

ডিসি ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন জানান, এখন সবাইকে ঘরে থাকতে হবে। সাধারণ মানুষকে ঘরে রাখাটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। অযথা বাইরে বের হলে পরিস্থিতি খারাপ হবে। আপনাদের প্রয়োজনীয় সবকিছু আমরা বাসায় পৌঁছে দিব। 




সময়/দেশ/ররাজ

Post Top Ad

Responsive Ads Here