তৃতীয়বারের মত বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন অনলাইন মার্কেট জ্যায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন চলতি বছরের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে টানা তৃতীয় বছরের মত নিজের প্রথম অবস্থান ধরে রেখেছেন তিনি।
ফোর্বসের তথ্যানুযায়ী বর্তমানে বেজোসের মোট অর্থের পরিমাণ ১১ হাজার ৩শ’ কোটি ডলার।
তার ঠিক পরের অবস্থানে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, যার মোট অর্থের পরিমাণ ৯ হাজার ৮শ’ কোটি ডলার।
তৃতীয় অবস্থানে আছে বার্নাড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি। তাদের সম্পত্তির পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার।
বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট চতুর্থ স্থানে। তার সম্পত্তির মূল্য ৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে ২০১৯ সালের তালিকায় তিনি ছিলেন ৩ নম্বরে।
শত কোটি ডলারের মালিকদের তালিকায় রয়েছেন নারীরাও। ফোর্বসের তালিকায় নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট ফরচুনের উত্তরাধিকার অ্যালিস ওয়াল্টন। তালিকায় তার স্থান ৯ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ৫৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। তালিকায় মোট জায়গা পেয়েছেন সারা বিশ্বের ২৪১ মহিলা।
১০০ কোটি ডলারের মালিকের তালিকায় রয়েছেন মোট ১০২ জন ভারতীয়। রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানী ফোর্বসের তালিকায় ২১ নম্বরে। ২০১৯ সালে তিনি ছিলেন ১৩ নম্বরে। সম্প্রতি বিশ্ব বাজারে তেলের দড়পতন এবং করোনার জেরেই ৮ ধাপ নীচে নেমেছেন মুকেশ।
গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও ল্যারি পেজ রয়েছেন বিলিয়নিয়ারের তালিকার ১৩ নম্বরে। এই সংস্থারই অন্য সিইও সের্গেই ব্রিন রয়েছেন ঠিক তার পরেই। দু’জনের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫০ দশমিক ৯ বিলিয়ন এবং ৪৯ দশমিক ১ বিলিয়ন ডলার।
ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জাকারবার্গও ফোর্বসের তালিকায় শীর্ষ সারিতেই রয়েছেন। সাত নম্বরে থাকা জাকারবার্গের সম্পত্তির পরিমাণ ৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
মার্কিন প্রেসিডেন্ট হলেও ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্যবসা রয়েছে। তিনি ১০০ কোটি ডলারের মালিকদের তালিকায় জায়গা পেয়েছেন ১ হাজার ১ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকায় মোট এ বছর বিলিওনিয়ারের সংখ্যা ২ হাজার ৯৫ জন। ২০১৯ সালে এ সংখ্যা ছিলো ২ হাজার ১শ' ৫৩ জন। করোনার কারণে বৈশ্বিক অর্থনীতি হোঁচট খাওয়ায় এর প্রভাব পড়েছে এ বছরের বিলিওনিয়ারদের তালিকাতেও।