বিশ্বের অন্যান্য দেশের মত রাশিয়াতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে আরো দুই হাজার ৫৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
আন্তর্জাতিক জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৪৭০ জন।
সোমবার রাশিয়ার করোনা সংকট প্রতিক্রিয়া কেন্দ্র জানায়, নতুন এ আক্রান্তের সংখ্যা দেশটির দৈনিক আক্রান্ত বৃদ্ধির রেকর্ড। নতুন করে ১৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে বলেও জানায় তারা।
সূত্র- রয়টার্স/সময় ডেস্ক