ইউরোপে প্রথম দেশ হিসেবে লকডাউন লকডাউন শিথিল করার পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ডেনমার্ক সরকার যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছিল, এখন সেগুলো শিথিল করতে শুরু করেছে তারা।
প্রতিবেদনে বলা হচ্ছে, গত বুধবার থেকে দেশটির ১১ বছর বা তার চেয়ে কম বয়সী শিশুদের স্কুল ও নার্সারিগুলো খুলে দেয়া হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে একমাস ধরে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।
ইউরোপীয় দেশগুলির মধ্যে ডেনমার্কই প্রথম কোন দেশ যারা লকডাউনে শিথিলতা আনছে। তবে ইউরোপের প্রথম দেশ হিসেবে ডেনমার্কই প্রথম দেশজুড়ে লকডাউন আরোপ করেছিল।
দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই পদক্ষেপের ঘোষণা দেওয়ার সময় বলেন, ‘আমরা ডেনমার্ককে প্রয়োজনের চেয়ে বেশি সময়ের জন্য বন্ধ রাখবো না। তবে এই পদক্ষেপ ধীরে ও সতর্কতার সঙ্গে নেওয়া হবে।’
তবে সংক্রমণের ঝুঁকি বেড়ে গেলে আবারও সবকিছু বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি। সবশেষ হিসাব অনুযায়ী, ডেনমার্কে করোনায় আক্রান্ত ৬ হাজার ১১৭ জনের মধ্যে ২৭৩ জন মারা গেছে। এছাড়া ২ হাজার ১২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সময়/আন্ত./রাজ