মৃত্যুপুরী নিউইয়র্কে একদিনে ৭৩১ প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৮, ২০২০

মৃত্যুপুরী নিউইয়র্কে একদিনে ৭৩১ প্রাণহানি


সময় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুতে রেকর্ড তৈরি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৭৩১ জন প্রাণ হারিয়েছেন। যা একদিনে সেখানে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে শুধু নিউইয়র্কে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ৫ হাজার ৪৮৯।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য দিয়ে বলেন, ‘আমরা আজও ৭৩১ জনকে হারালাম। এই প্রত্যেকটি সংখ্যাই এক একজন মানুষ। এরমধ্যে পরিবার আছে, মা আছেন, বাবা আছেন, বোন আছেন কিংবা ভাই আছেন। নিউইয়র্কের অনেক মানুষের জন্য আজও এটি একটি বেদনার দিন। কষ্টের দিন।’

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। করোনায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনাও এখন সেখানে। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। নিউইয়র্কে অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশিও করোনায় প্রাণ হারিয়েছেন।

বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে প্রাদেশিক রাজধানী শহর নিউইয়র্কে। মঙ্গলবার সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে গোটা অঙ্গরাজ্যে যে ৫ সহস্রাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু নিউয়র্কে মারা গেছেন ৩ হাজার ২০২ জন।

মাত্র কয়েক সপ্তাহেই মৃতের সংখ্যা হু হু করে বেড়েছে। সংক্রমণ শুরু হওয়ার প্রায় প্রায় দুই সপ্তাহ পর গত ১৩ মার্চ নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। এরপরের দিনগুলোতেই এই সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়।

Post Top Ad

Responsive Ads Here