স্পেনে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

স্পেনে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল


গত কয়েক সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। আক্রান্তের সংখ্যায় ইউরোপে সবার শীর্ষে তারা। এ অঞ্চলে মৃত্যুতে ইতালি শীর্ষে থাকলেও খুব একটা পিছিয়ে নেই স্পেনও। ইতোমধ্যেই দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২২ হাজার পেরিয়ে গেছে।

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের দিন সেখানে ৪৩৫ জন মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ। এ নিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫৭ জন।


দেশটিতে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও প্রায় পাঁচ হাজার। গতকাল পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

আক্রান্তদের মধ্যে ৮৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থার সময় আবারও বাড়িয়েছে স্পেন। আগামী ৯ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে। সে পর্যন্ত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রায় আট সপ্তাহ ধরে স্পেনের লোকজনকে অবরুদ্ধ থাকতে হচ্ছে।



সময়/আন্ত/২৩৪২০২০

Post Top Ad

Responsive Ads Here