কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে অর্পিতা দাস বৃষ্টি নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর সৎ মামাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বৃষ্টি খোকসা শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম গৌতম কুমার দাস।
পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির কক্ষ তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা তালা ভেঙে বৃষ্টির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খোকসা থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় কুমারখালী এলাকা থেকে স্কুলছাত্রীর সৎ মামা প্রদীপকে আটক করা হয়েছে।
সময়/দেশ/অপরাধ