পটুয়াখালীতে বিলাসবহুল লঞ্চকে কোয়ারেন্টাইন ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

পটুয়াখালীতে বিলাসবহুল লঞ্চকে কোয়ারেন্টাইন ঘোষণা


করোনা সংক্রমণ থেকে পটুয়াখালীকে ঝুঁকিমুক্ত রাখতে ঢাকা-পটুয়াখালী নৌরুটের একটি বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চকে ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ইউনিট ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার সকালে পটুয়াখালী ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এডিসি (সার্বিক) হেমায়েত উদ্দিন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ভাসমান এ ইউনিটে ৪০টি ডাবল এবং ৩৮টি সিঙ্গেল কেবিন রয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখভাল করার জন্য ডাক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। তাছাড়া ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরত ব্যক্তিদের সুরক্ষার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করবেন। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেলা প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন এলাকা থেকে নৌপথে বিভিন্ন উপায়ে যারা পটুয়াখালী জেলায় প্রবেশ করছে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ঢাকা-পটুয়াখালী রুটের চলাচলরত যাত্রীবাহী ডাবল ডেকারের বিলাসবহুল "এআর খান" লঞ্চকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষণা করা হলো। শুধু ওইসব যাত্রীরাই নয়, তাদের পরিবারকে নিরাপদ রাখতে এবং পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময় জেলা প্রশাসন এবং নৌবন্দর, উপজেলা স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলায় এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে এসেছিলেন। মারা যাওয়া দুলাল গার্মেন্টস শ্রমিক ছিলেন। মৃত ওই ব্যক্তির বোনও করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট তিনজন করোনা রোগী শনাক্ত হলো।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here