নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউপির তালিমপুরের মোতাহার হোসেনকে ১০ দিনেও খুঁজে পায়নি পরিবার। এ ঘটনায় রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোতাহার হোসেন উপজেলার উপর তালিমপুরের আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, মোতাহার হোসেন ৪ এপ্রিল বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামে বড় বোনের বাড়িতে যাবার কথা বলে ঘর থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন।
মোতাহার হোসেনের ছোট ভাই মিঠু আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে ভাই মোতাহার মানসিক রোগে ভুগছিলেন। গত ১০ দিনে তার কোনো খোঁজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরেছেন সবাই। তার সন্ধান পেলে ০১৭২৪ ৪৬৫৯১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।