মধুখালীতে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

মধুখালীতে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরন


শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ১৪ এপ্রিল মঙ্গলবারঃ 

ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় খরিপ-১ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৯ শত প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও উফশী আউশ ধান বীজ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা কিৃষি অফিসার প্রতাপ মন্ডলের সভাপতিত্বে বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার ও উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা আক্তার মিনা। 

এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার গৌতম বসু, সাইফুর রহমান হিমুসহ উপসহকারী কৃষি অফিসার ও কৃষক,কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয় প্রদত্ত প্রত্যেক চাষীকে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here