করোনাভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে এ ঘোষণা কার্যকর হবে।
মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় গোপালগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, লকডাউনের সময় গোপালগঞ্জে সব ধরনের জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, লকডাউনের সময় জরুরি পরিষেবা (চিকিৎসা, কৃষি, খাদ্যপণ্য সরবরাহ, গণমাধ্যমের গাড়ি) নির্দেশনার পাইরে থাকবে।
সময়/দেশ