কুমিল্লার চৌদ্দগ্রামে এক ইউপি মেম্বারের গুদাম থেকে ১০৭৮ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিলারশিপ বাতিল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ ওই উপজেলার ৪ নম্বর শ্রীপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার। মঙ্গলবার দুপুরে তার গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইউপি মেম্বার আব্দুস সামাদ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে নিজের নালঘর বাজারের গুদামে লুকিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭৮ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ইউপি মেম্বারের ডিলারশিপ বাতিল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সময়/দেশ/রাজ