নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউপির বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সুকাশ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবুকে আটক করা হয়।
সিংড়া থানার ওসি নূর আলম জানায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। পরে তাদেরকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ইউএনও নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।