ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। 


মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউপির বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সুকাশ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবুকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি নূর আলম জানায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়।  পরে তাদেরকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ইউএনও নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here