এবার ত্রাণের ট্রাক লুট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

এবার ত্রাণের ট্রাক লুট



জামালপুরে ট্রাক থামিয়ে ত্রাণসামগ্রী লুট করে নিয়েছে হতদ্ররিদ্ররা। ট্রাকটি সিংহজানি খাদ্য গুদাম থেকে পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।

রোববার দুপুরে শহরের মুকুন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে বিতরণের জন্য ওই ট্রাকে ছয়শ প্যাকেট খাদ্যসামগ্রী পাঠানো হয়েছিল। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি করে ডাল ছিল। মুকুন্দবাড়ি পার হওয়ার সময় ট্রাকটি থামিয়ে ত্রাণসামগ্রী লুট করে ত্রাণবঞ্চিতরা।


তাদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তারা পাচ্ছেন না। কাউন্সিলররা কয়েকদফা নামের লিস্ট নিয়ে গেলেও ত্রাণ নিয়ে আসেননি। এ কারণে বাধ্য হয়ে তারা ত্রাণের ট্রাক লুট করেছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার ইদু বলেন, ওই ট্রাকে আমার ওয়ার্ডের ত্রাণও ছিল। ট্রাকটি লুট হওয়ায় আমি পুনরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে চাহিদাপত্র দিয়ে ত্রাণ নিয়ে এসেছি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে দুই মেট্রিক টন করে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছিল। নির্বিঘ্নে বিতরণের জন্যই ত্রাণসামগ্রী প্যাকেটজাত করা হয়। লুট হওয়া ট্রাকে ওই ওয়ার্ডের ত্রাণও ছিল।

জামালপুরের ডিসি মো. এনামুল হক জানান, ওয়ার্ডভিত্তিক ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। এ কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। প্রতিটি ট্রাক থেকেই ওই এলাকার মানুষ ত্রাণ চাচ্ছিল, না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও ট্রাক লুট করে তারা।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here