যুবকের ফোনে মাঝরাতে ছুটে গেল তরুণী, সকালে মিলল মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

যুবকের ফোনে মাঝরাতে ছুটে গেল তরুণী, সকালে মিলল মরদেহ


ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া হুমায়ুন কবীর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে লুবনা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ‘৯৯৯’ থেকে কল পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তরুণীর বাড়ি সদর উপজেলার পৌরশহরের কাজীপাড়া এলাকায়। সে ওই এলাকার মুসলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় রানা কর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শহরের একটি ফার্মেসিতে কাজ করেন।

বাড়ির মালিক অরবিন্দু কর জানান, ভোরে তার বাড়িতে পুলিশ আসার পর তিনি জানতে পারেন তাদের বাড়িতে এক তরুণীর মরদেহ পড়ে আছে। এমন খবর পাওয়ার পর পুলিশসহ তিনি গিয়ে বাড়ির এক কোণে তরুণীর মরদেহটি দেখতে পান।

অরবিন্দু আরো জানান, গভীর রাতে তিনি তার পাশের বাড়িতে কান্নার শব্দ শুনতে পেয়েছেন। তিনি ধারণা করছেন অপরাধীরা তরুণীকে হত্যা করে তার বাড়িতে মরদেহ ফেলে গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে নিহত তরুণীর মা-রানু বেগমসহ স্বজনেরা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি জানান, তার মেয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রানা কর রোববার রাত ১২টার দিকে লুবনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সকালে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন রানার বাড়ির পেছনে এক মেয়ের মরদেহ পড়ে রয়েছে। রানার সঙ্গে মুঠোফোনে লুবনা প্রায়ই কথা বলত। এতে বাধা দিলেও লুবনা তা শোনেনি। তাই রাতে রানা ডেকে নিয়ে গেলেও কেউ বাধা দেয়নি। রানাই লুবনাকে হত্যা করে মরদেহ বাড়ির ছাদ থেকে পেছনে অন্য বাড়িতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসী ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউছার বলেন, ঘটনাটি রহস্যজনক। কারণ যার বাড়িতে মরদেহ পাওয়া গেছে সেই অরবিন্দু ব্রাহ্মণবাড়িয়ার ডিসি অফিসে চাকরি করেন। তিনি এবং তার ভাইয়েরা এলাকায় ভালো মানুষ হিসেবে ৪০ বছর ধরে পরিচিত। কোথা থেকে মরদেহটি এই বাড়িতে ফেলে দিয়েছে পুলিশের পাশাপাশি আমরাও খতিয়ে দেখছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, নিহতের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রির্পোট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রানার বাড়ির সীমানা সংলগ্ন পাশের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রানাকে আটক করা হয়েছে।


সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here