মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাদ যায়নি জাপানও। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরইমধ্যে নতুন এক বিপর্যয়ের ইঙ্গিত দিলেন সে দেশের একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, খুব শিগগির একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করতে চলেছে জাপানের বুকে।
রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৯। আর এই মহাশক্তিশালী ভূমিকম্পের জেরে আছড়ে পড়বে সুনামি। এমনকি সুনামির ৩০ মিটার উঁচু পর্যন্ত দৈত্যাকার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আসন্ন ভূমিকম্প ও সুনামিতে জাপানের কোনো এলাকা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে তারও একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে সরকার নিযুক্ত এই ভূমিকম্প বিশেষজ্ঞদের দল। তারা জানিয়েছে, সানরিকু ও হিডাকাকে ঘিরে জলভাগ এবং তোকাচি এবং নোমুরো সংলগ্ন সমুদ্রবক্ষে ভূমিকম্প হতে চলেছে।
যার জেরে হোক্কাইডো এবং ইওয়াতে দ্বীপে আছড়ে পড়বে সুনামি। সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তারা।
যদিও জাপানের বিশেষজ্ঞদের এই ভবিষ্যৎবাণীর গ্রহণযোগ্যতা ঘিরে প্রশ্ন উঠেছে। তা যে প্রলয় সৃষ্টিকারী কম্পনের কথা বলছেন, এত আগে তেমন কোনও কিছুর পূর্বাভাস দেয়া কি সম্ভব? এই প্রশ্ন উঠছে।
জাপানি বিশেষজ্ঞ দলের সদস্যরাও মেনে নিচ্ছেন, এমন হিসেব নির্ধারণ করা কষ্টসাধ্য কাজ। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন, প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পরপর জাপানের উত্তর এবং উত্তরপূর্ব অঞ্চলে এমন বিপর্যয় দেখা দেয়।
সময়/আন্ত/২৩৪২০২০